২০২২ সালে ২৯ শে মার্চ নৌপরিবহন মন্ত্রনালয়ের অধীনে BIWTA চতুর্থ শ্রেনীর ৭৩ টির লস্কর পদসহ ২৪ ক্যাটাগরি ৩৬৩ টি শূন্য পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছিল। যথাযথ ২৩ ক্যাটাগরি নিয়োগ প্রকিয়া সম্পন্ন হয়। কিন্তু ঝুলে রয়েছে ১ ক্যাটগরি লস্কর পদ যা পদসংখ্যা ৭৩ টি। উক্ত পদের লিখিত পরীক্ষা ১৪/১০/২২ সালে অনুষ্ঠিত হয়।
১৫/১০/২২ সালে লিখিত পরীক্ষা ফলাফল প্রকাশ করা হয় পরীক্ষা উত্তিন্ন হয় ৩০৩ জন এবং ২৩/১০/২২ ইং থেকে ২৭/১০/২২ ইং পযর্ন্ত মৌখিক পরীক্ষা শেষ হলেও দুংখজনক হলো যে আজও চূড়ান্ত মৌখিক পরীক্ষা ফলাফল প্রকাশ করা হয় নাই।
আর এই প্রক্ষিতে প্রার্থীরা কতৃপক্ষের বরাবর ১৩/৮/২০২৩ ই স্মারকলিপি প্রদান করেন কিন্তু সঠিক উত্তর পাওয়া যাই নাই। পরে আবারও ৬/১০/২০২৪, ২য় বার স্মারকলিপি দেওয়া হয় ( আর এই নিয়োগএর ব্যাপারে সমকাল পত্রিকা প্রতিবেদন প্রকাশ করেন, একটি হচ্ছে ২১ আগষ্ট ২০২৩ সালে আরকটি ৩শো নভেম্বর ২০২৪ সালে) সবশেষে BIWTA এর চেয়্যারমান সাথে দেখা করলে তিনিও সঠিক উত্তর দিতে পারে নাই। সব কিছু বিবেচনা করে এখন আমরা, আপনাদের মিডিয়ার কাছে দারস্থ হয়েছি।
জনতার অভুথ্যান ২০২৪ ফ্যাসিট সরকারকে উৎখাত করছেন যারা স্বরন করি সকল শহীদদেরকে।
শিক্ষার্থীরা আরো জানিয়েছে,,,,দ্রুত ফলাফল প্রকাশ করা না হলে তারা আরো কঠোর মানববন্ধন করবে, তারপরেও সমাধান না হলে তারা আইনের আশ্রয় নেবে।