রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫, ১০:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
নোয়াখালীর বেগমগঞ্জে নরোত্তমপুর ইউনিয়ন যুব সংগঠনের উদ্যোগে শীতার্তদের মাঝে শীত বস্ত্র বিতরণ। জিগীষা মানবিক পার্টির আনুষ্ঠানিক যাত্রা শুরু গ্রাহকদের টাকা পরিশোধ করে আবারো ঘুরে দাড়াতে চায় – ই’কমার্স প্রতিষ্ঠান ই-অরেঞ্জ ঢাকা- ৪ আসনকে আবর্জনা, সন্ত্রাস, চাঁদাবাজ ও মাদকমুক্ত করব বিএনপি নেতা সাইফুল ইসলাম আওয়ামী লীগের সাবেক এমপি হাবিব হাসানের একান্ত সহচর ইসহাক এখন বিএনপি নেতা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে টেন্ডার ড্রপিং নিয়ে অনিয়ম অভিযোগ উঠেছে পুনরায় টেন্ডার ড্রপিং এর আহ্বানের দাবি ভুক্তভোগী ঠিকাদার প্রতিষ্ঠানসমূহের। শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে সকালে পুষ্পস্তবক অর্পণ গণঅধিকার পরিষদের শিক্ষার বৈষম্য নিরসনে শতভাগ উৎসব ভাতা প্রদান,  সরকারি নিয়মে বাড়ি ভাড়া, সর্বজনীন বদলি বাধ্যতামূলক  করার দাবি  অধ্যক্ষ- উপাধ্যক্ষ ফোরাম বাংলাদেশের। শিক্ষায় সকল স্তরে ইসলাম শিক্ষা বাধ্যতামূলক ও শিক্ষায় সকল বৈষম্য নিরসন করতে জোর দাবি জানিয়েছে ইসলামি শিক্ষা উন্নয়ন বাংলাদেশ। নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য কমানো এবং ব্যবসায়ী সিন্ডিকেট বন্ধ করার দাবিতে বাংলাদেশ গণমুক্তি পার্টির বিক্ষোভ

বিআইডব্লিউটিএ ঊর্ধ্বতন কর্মকর্তাদের পছন্দের প্রার্থী নিয়োগে বাতিল পরায় ২০২২ সলের নিয়োগ বিজ্ঞপ্তি জুড়ে আছেন আজও

২০২২ সালে ২৯ শে মার্চ নৌপরিবহন মন্ত্রনালয়ের অধীনে BIWTA চতুর্থ শ্রেনীর ৭৩ টির লস্কর পদসহ ২৪ ক্যাটাগরি ৩৬৩ টি শূন্য পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছিল। যথাযথ ২৩ ক্যাটাগরি নিয়োগ প্রকিয়া সম্পন্ন হয়। কিন্তু ঝুলে রয়েছে ১ ক্যাটগরি লস্কর পদ যা পদসংখ্যা ৭৩ টি। উক্ত পদের লিখিত পরীক্ষা ১৪/১০/২২ সালে অনুষ্ঠিত হয়।

১৫/১০/২২ সালে লিখিত পরীক্ষা ফলাফল প্রকাশ করা হয় পরীক্ষা উত্তিন্ন হয় ৩০৩ জন এবং ২৩/১০/২২ ইং থেকে ২৭/১০/২২ ইং পযর্ন্ত মৌখিক পরীক্ষা শেষ হলেও দুংখজনক হলো যে আজও চূড়ান্ত মৌখিক পরীক্ষা ফলাফল প্রকাশ করা হয় নাই।

আর এই প্রক্ষিতে প্রার্থীরা কতৃপক্ষের বরাবর ১৩/৮/২০২৩ ই স্মারকলিপি প্রদান করেন কিন্তু সঠিক উত্তর পাওয়া যাই নাই। পরে আবারও ৬/১০/২০২৪, ২য় বার স্মারকলিপি দেওয়া হয় ( আর এই নিয়োগএর ব্যাপারে সমকাল পত্রিকা প্রতিবেদন প্রকাশ করেন, একটি হচ্ছে ২১ আগষ্ট ২০২৩ সালে আরকটি ৩শো নভেম্বর ২০২৪ সালে) সবশেষে BIWTA এর চেয়্যারমান সাথে দেখা করলে তিনিও সঠিক উত্তর দিতে পারে নাই। সব কিছু বিবেচনা করে এখন আমরা, আপনাদের মিডিয়ার কাছে দারস্থ হয়েছি।

জনতার অভুথ্যান ২০২৪ ফ্যাসিট সরকারকে উৎখাত করছেন যারা স্বরন করি সকল শহীদদেরকে।

  • ১.বিজ্ঞপ্তি নং-০২/২২ লস্কর পদের মৌখিক পরীক্ষা চূড়ান্ত ফলাফল দ্রুত প্রকাশ করতে হবে।
  • ২.শিক্ষার্থীরা বিআইডব্লিউটি এর অফিসে স্মারকলিপি দেওয়ার জন্য গেলে ওয়াকিল নেওয়াজ এবং রফিকুল ইসলাম তালুকদার স্বরলিপি গ্রহণ করেননি বরঞ্চ শিক্ষার্থীদের সাথে সাথে দুর্ব্যবহার করে তাদেরকে তাড়িয়ে দেয়,,,,,যার কারনে শিক্ষার্থীরা ওয়াকিল নাওয়াজ এবং রফিকুল ইসলাম তালুকদারকে অপসারণের দাবি জানিয়েছে।
  • ৩. দ্রুত ফলাফল চাই,, যাতে করে —৭৩ টি বেকার ছেলের কর্মসংস্থান ব্যবস্থা হয় এবং ৭৩ টা ফ্যামিলি স্বচ্ছলভাবে জীবন যাপন করতে পারে।
  • ৪.অফিসে কিছু প্রভাবশালী কর্মকর্তা আছে,, ওইসব কর্মকর্তাদের কিছু পরীক্ষার্থী প্রক্সিম্যান হওয়ায় ভাইভাতে তাদেরকে ধরে আইনের আওতা আনা হয়,, এতে করে ওই প্রভাবশালী কমকর্তা ক্ষুব্ধ হয়, যার ফলে তারা ভাইবার চূড়ান্ত রেজাল্ট আটকে দেয়,, যার কারনে আজ দুই বছর হয়ে গেল তার পরেও এখনো রেজাল্ট প্রকাশ হচ্ছেনা

শিক্ষার্থীরা আরো জানিয়েছে,,,,দ্রুত ফলাফল প্রকাশ করা না হলে তারা আরো কঠোর মানববন্ধন করবে, তারপরেও সমাধান না হলে তারা আইনের আশ্রয় নেবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page