রবিবার, ০৮ ডিসেম্বর ২০২৪, ১২:২৮ অপরাহ্ন
শিরোনাম :
শিক্ষায় সকল স্তরে ইসলাম শিক্ষা বাধ্যতামূলক ও শিক্ষায় সকল বৈষম্য নিরসন করতে জোর দাবি জানিয়েছে ইসলামি শিক্ষা উন্নয়ন বাংলাদেশ। নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য কমানো এবং ব্যবসায়ী সিন্ডিকেট বন্ধ করার দাবিতে বাংলাদেশ গণমুক্তি পার্টির বিক্ষোভ রাজ এয়ারওয়েজের শুভ উদ্বোধন ১০লক্ষ টাকার আর্থিক অনুদান দিলেন জনাব হামিদুর রহমান হামিদ বিআইডব্লিউটিএ ঊর্ধ্বতন কর্মকর্তাদের পছন্দের প্রার্থী নিয়োগে বাতিল পরায় ২০২২ সলের নিয়োগ বিজ্ঞপ্তি জুড়ে আছেন আজও খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের আউটসোর্সিং কর্মচারীদের আহ্বান নতুন করে ভোজ্য তেলের ভ্যাট কমানোর উদ্দেশ্যে কি? বাজারে তেলের দাম বাড়লো কেন? ইনসাফ ভিত্তিক সমাজ গঠনে ইসলাম শিক্ষার বিকল্প নেই, শিক্ষার সর্বস্তরে ধর্ম শিক্ষা বহালের দাবি। লেগুনা স্টানের চাঁদাকে কেন্দ্র করে দুইজনকে ছুরি দিয়ে আঘাত করেন এলাকার চিহ্নিত চাঁদাবাজ সন্ত্রাসীগং ঘটনাস্থলে মারা যান মোঃ হাসান। বাড়ি দখল ও সন্ত্রাসী হামলার অভিযোগ স্বৈরাচার সরকারের পতনের পরেও থেমে নেই আওয়ামী যুবলীগ নেতার সন্ত্রাসী তান্ডব।

লেগুনা স্টানের চাঁদাকে কেন্দ্র করে দুইজনকে ছুরি দিয়ে আঘাত করেন এলাকার চিহ্নিত চাঁদাবাজ সন্ত্রাসীগং ঘটনাস্থলে মারা যান মোঃ হাসান।

রিপোর্ট: এস আই সাগর চৌধুরী-ভোলা। ২৯শে অক্টোবর ২০২৪ রামপুরার বনশ্রী লেগুনা-বাস স্টানে, কিছু এলাকার চিহ্নিত চাঁদাবাজ সন্ত্রাসী গং সব সময় চাঁদা তুলেন। সেই চাঁদার টাকা দাবি করেন লেগুনার ড্রাইভার মোঃ হাসান ও মোঃ নুরের থেকে। হাসান ও নূর চাঁদা দিতে আপত্তি জানালে পরে  সন্ত্রাসী এস কে ইমন তার সহযোগী-গুন্ডাবাহীনিকে, ডেকে ছুরি চাপাটি দিয়ে হত্যার চেষ্টা করেন। এক কথা দুই কথায় হাসান ও নূরকে ডেকে নিয়ে যান রামপুরা ব্রিজের বাড্ডা থানার অংশে পরে সেখানে প্রথমে ছুরি দিয়ে আঘাত করেন নুরকে, নূর বাঁচার জন্য আকুতি জানান হাসানের কাছে এমত অবস্থায় হাসান নূরকে বাঁচাতে গেলে হাসানকেও ছুরি চাপাটি দিয়ে কুপিয়ে নিঃসঙ্গ ভাবে হত্যা করেন।

এমত সময় পথচারী ও এলাকার স্থানীয় জনগণ ঘটনাস্থল থেকে ঢাকা মেডিকেল নিয়ে গেলে চিকিৎসক হাসানকে মৃত্য ঘোষণা করেন। সন্ত্রাসী চাঁদাবাজগং জানতে পারেন দু-জনের মধ্যে একজন জীবিত আছে এমন খবর পেয়ে আহত সেই নূরকে জানে মেরে ফেলার জন্য ঢাকা মেডিকেলে দুইজন সন্ত্রাসী উপস্থিত হয়। পরবর্তীতে আহত নুর ও মৃত হাসানের পরিবার সহ ঢাকা মেডিকেল এলাকার জনগণের সহযোগিতায় দুইজন সন্ত্রাসী চাঁদাবাকে ধরে পুলিশের হাতে হস্তান্তর করেন, এ বিষয়ে বাড্ডা থানায় একটি হত্যা মামলা রোজু হয়। আসামিরা হলেন এস কে ইমন, রাজন, বাইজিদ, জামান, মামুন সহ অজ্ঞাতনামায় আরো বেশ কয়েকজন।

মামলার পাঁচ দিন পেরিয়ে যাবার পরও বাড্ডা থানার প্রশাসন কোন আসামিকে গ্রেফতার করতে না পারায় আজ ৩রা নবেম্বর ২০২৪ ভুক্তভোগীর পরিবার রামপুরা ব্রিজ লেগুনা বাস স্টানে বিশাল এক মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেন।

মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচিতে ভুক্তভোগীর পরিবার ও স্থানীয় জনগণ আসামিদের গ্রেপ্তার সহ ফাসির দাবিতে সরকারের প্রতি আহ্বান জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page