রিপোর্ট: এস আই সাগর চৌধুরী-ভোলা। ২৯শে অক্টোবর ২০২৪ রামপুরার বনশ্রী লেগুনা-বাস স্টানে, কিছু এলাকার চিহ্নিত চাঁদাবাজ সন্ত্রাসী গং সব সময় চাঁদা তুলেন। সেই চাঁদার টাকা দাবি করেন লেগুনার ড্রাইভার মোঃ হাসান ও মোঃ নুরের থেকে। হাসান ও নূর চাঁদা দিতে আপত্তি জানালে পরে সন্ত্রাসী এস কে ইমন তার সহযোগী-গুন্ডাবাহীনিকে, ডেকে ছুরি চাপাটি দিয়ে হত্যার চেষ্টা করেন। এক কথা দুই কথায় হাসান ও নূরকে ডেকে নিয়ে যান রামপুরা ব্রিজের বাড্ডা থানার অংশে পরে সেখানে প্রথমে ছুরি দিয়ে আঘাত করেন নুরকে, নূর বাঁচার জন্য আকুতি জানান হাসানের কাছে এমত অবস্থায় হাসান নূরকে বাঁচাতে গেলে হাসানকেও ছুরি চাপাটি দিয়ে কুপিয়ে নিঃসঙ্গ ভাবে হত্যা করেন।
এমত সময় পথচারী ও এলাকার স্থানীয় জনগণ ঘটনাস্থল থেকে ঢাকা মেডিকেল নিয়ে গেলে চিকিৎসক হাসানকে মৃত্য ঘোষণা করেন। সন্ত্রাসী চাঁদাবাজগং জানতে পারেন দু-জনের মধ্যে একজন জীবিত আছে এমন খবর পেয়ে আহত সেই নূরকে জানে মেরে ফেলার জন্য ঢাকা মেডিকেলে দুইজন সন্ত্রাসী উপস্থিত হয়। পরবর্তীতে আহত নুর ও মৃত হাসানের পরিবার সহ ঢাকা মেডিকেল এলাকার জনগণের সহযোগিতায় দুইজন সন্ত্রাসী চাঁদাবাকে ধরে পুলিশের হাতে হস্তান্তর করেন, এ বিষয়ে বাড্ডা থানায় একটি হত্যা মামলা রোজু হয়। আসামিরা হলেন এস কে ইমন, রাজন, বাইজিদ, জামান, মামুন সহ অজ্ঞাতনামায় আরো বেশ কয়েকজন।
মামলার পাঁচ দিন পেরিয়ে যাবার পরও বাড্ডা থানার প্রশাসন কোন আসামিকে গ্রেফতার করতে না পারায় আজ ৩রা নবেম্বর ২০২৪ ভুক্তভোগীর পরিবার রামপুরা ব্রিজ লেগুনা বাস স্টানে বিশাল এক মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেন।
মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচিতে ভুক্তভোগীর পরিবার ও স্থানীয় জনগণ আসামিদের গ্রেপ্তার সহ ফাসির দাবিতে সরকারের প্রতি আহ্বান জানান।