রিপোর্টঃ শামসুদ্দিন শরীফ, মাতৃভাষা টেলিভিশন, ঢাকা। কিছু অসাধু কর্মকর্তা ও কর্মচারীগং সম্পত্তি আত্মসাতের জন্য চেয়ারম্যান ডাঃ রেজাউল করিম সান্নাকে জোর পূর্বক অবরুদ্ধ করে তার স্ত্রীকে অংশীদার থেকে বঞ্চিত করার ক্যু-উদ্দেশ্যে করেন বলে দাবি করে মানববন্ধন ও প্রতিবাদ সভা পালন করেন সান্নর স্ত্রী ফেরদৌসী আক্তার রুনা।
আলোকিত বগুড়া সংগঠনের প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক এডভোকেট ফেরদৌসী আক্তার রুনা বলেন গত ৬ বছর পূর্বে আমরা বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে শান্তিপূর্ণভাবে সংসার করে আসছি, এমতো অবস্থায় আমার স্বামী ডাঃ রেজাউল করিম সান্না কে আমার জীবন থেকে সরিয়ে দেয়ার জন্য বিভিন্ন রকম চক্রান্ত, ষড়যন্ত্র করেন ট্রপিক্যাল হোমস লিঃ এর ডিএমডি নুরুল হুদা, ডিজিএম ফাহাদ-উর-রহমান সুহাস ও সাজ্জাদুল করিম শাহিন গং।
তিনি আরো বলেন আমার স্বামী হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়। এসময় আমি আমার স্বামীকে দেখতে গেলে ট্রপিক্যাল হোমস লিঃ এর ডিএমডি নুরুল হুদা, ডিজিএম ফাহাদ-উর-রহমান সুহাস ও সাজ্জাদুল করিম শাহিন আমাকে বিভিন্নভাবে বাধাপ্রাদান করেন। অতপর তাকে নিজ বাসভবনে নিয়ে অবরুদ্ধ করে রাখে। মূলত ট্রপিক্যাল হোমস লিঃ এর সম্পত্তি ও তার সম্পদ আত্মসাৎ করাই তাদের লক্ষ্য এবং আমাকে হক ও অংশীদার থেকে বঞ্চিত করতে চান।
১৬ অক্টোবর ২০২৪, রোজ বুধবার বেলা ১২টায় জাতীয়প্রেসক্লাবের সামনে উপর উল্লেখিত অভিযোগ তুলে ধরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ পালন করেন, আলোকিত বগুড়া সংগঠনের প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক এডভোকেট ফেরদৌসী আক্তার রুনা।