সোমবার, ০৪ নভেম্বর ২০২৪, ১১:২৬ অপরাহ্ন
শিরোনাম :
লেগুনা স্টানের চাঁদাকে কেন্দ্র করে দুইজনকে ছুরি দিয়ে আঘাত করেন এলাকার চিহ্নিত চাঁদাবাজ সন্ত্রাসীগং ঘটনাস্থলে মারা যান মোঃ হাসান। বাড়ি দখল ও সন্ত্রাসী হামলার অভিযোগ স্বৈরাচার সরকারের পতনের পরেও থেমে নেই আওয়ামী যুবলীগ নেতার সন্ত্রাসী তান্ডব। চলচ্চিত্র সাংবাদিক সমিতির নতুন কমিটি ২০২৪-২৬ শিক্ষায় বৈষম্য দূর করা সরকারের সাংবিধানিক দায়িত্ব, সর্বস্তরে ইসলামি শিক্ষা বাস্তবায়নের আহ্বান। প্রাথমিক শিক্ষক সংগঠন সমন্বয়ক পরিষদ-এর উদ্যাগে ‘প্রাথমিক শিক্ষা ও আমাদর প্রত্যাশা’-শীর্ষক সেমিনার সভা অনুষ্ঠিত হয়। ট্রপিক্যাল হোমস লিঃ এর সম্পত্তি আত্মসাতের চেষ্টা অভিযুক্ত অসাধু কর্মকর্তা ও কর্মচারীগং। মাননীয় সড়ক পরিবহন ও সেতু উপদেষ্টা বরাবরে ২য় স্মারকলিপি প্রদান ঢাকা জেলা সিএনজি অটোরিক্সা মালিক/শ্রমিক কল্যাণ সোসাইটি’র জমায়েত কর্মসূচি পালন। স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষা উন্নয়ন বাংলাদেশ কেন্দ্রীয় আহবায় কমিটি গঠনে ঢাকাস্থ্য আজাদ সেন্টারে এক বৈঠক অনুষ্ঠিত হয়। আরবি ইসলামি বিশ্ব বিদ্যালয়ের উপাচার্য সমীপে ইসলামি শিক্ষা উন্নয়ন বাংলাদেশের ৩২ দফা সুপারিশ মালা প্রধান দেশের চলমান পরিস্থিতি সুষ্ঠু, শিক্ষকদের প্রতি সম্মান, সু-সুশৃংখল আগামীর বাংলাদেশ এর প্রত্যাশায় অধ্যক্ষ উপাধ্যক্ষ ফোরাম বাংলাদেশের এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষা উন্নয়ন বাংলাদেশ কেন্দ্রীয় আহবায় কমিটি গঠনে ঢাকাস্থ্য আজাদ সেন্টারে এক বৈঠক অনুষ্ঠিত হয়।

রিপোর্টঃ মেহেরিমা আক্তার নাইমা, মাতৃভাষা টেলিভিশন, ঢাকা। অদ্য ১৩/১০/২০২৪ রোজ রবিবার সকাল ১১ টায়, ইবতেদায়ী শিক্ষা উন্নয়ন বাংলাদেশের সভাপতি হাফেজ আহমেদ আলীর সভাপতিত্বে  এ বৈঠক অনুষ্ঠিত হয়। উক্ত বৈঠকে উপস্থিত ছিলেন ইসলামী শিক্ষা উন্নয়ন বাংলাদেশের সভাপতি ডঃ এ কে এম মাহবুবুর রহমান, সহ-সভাপতি জনাব ডঃ হানিফ খান, মহাসচিব উপাধ্যক্ষ মোঃ আব্দুর রহমান, অধ্যক্ষ -উপাধ্যক্ষ  ফোরামের সভাপতি  অধ্যক্ষ মো: মাইনউদ্দিন,  ইসলামী ঐক্য আন্দোলনের সাধারণ সম্পাদক মাওলানা মোঃ ইসমাইল হোসেন সহ কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ।

সভায় সর্বসম্মতিক্রমে নিম্নে লিখিত সিদ্ধান্তে গৃহীত হয়, যে ১। বর্তমান কমিটিকে শক্তিশালী করার জন্য জনাব মুসলেউদ্দীনকে আহ্বায়ক  ও জনাব রেজাউল হককে সদস্য সচিব করে মোট ৫৬ সদস্যের বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়।

  • ২। আগামী ৩১ /১০ /২৪ তারিখের মধ্যে গঠনতন্ত্র ও পরিচিতি চূড়ান্ত করা হবে। ৩। আগামী ৩১শে ডিসেম্বর এর মধ্যে  প্রস্তুতি নিয়ে কেন্দ্রীয় কাউন্সিল  অনুষ্ঠিত হবে।

স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষা উন্নয়ন বাংলাদেশ কেন্দ্রীয় আহবায় কমিটি।

  • আহ্বায়ক হলেন যারা।

১। মোহাম্মদ মোসলে উদ্দিন,  নোয়াখালী, ২।  সদস্য সচিব মোঃ রেজাউল হক,  নওগাঁ,  ৩। হাফেজ মাওলানা আহমেদ আলী নরসিংদী, ৪। মোহাম্মদ খলিলুর রহমান বাগেরহাট, ৫। মোঃ হাসনাইন, ভোলা, ৬। এল এম রফিক মানিকগঞ্জ, ৭। মিজানুর রহমান খুলনা, ৮। নিজামুদ্দিন নোয়াখালী, ৯। গাজিউুল হক চাঁদপুর, ১০। ওমর ফারুক ময়মনসিংহ , ১১। গোলাম আযম কুড়িগ্রাম, ১২। শামীম হাসান বগুড়া, ১৩। ফেরদৌসি ঢাকা, ১৪। রেজাউল করিম লালমনিরহাট, ১৫।  আব্দুল আলিম ময়মনসিংহ, ১৬। শহিদুল ইসলাম  বগুড়া, ১৭। শরিফুল ইসলাম সাতক্ষীরা, ১৮। আজিজুর রহমান নড়াইল, ১৯। রফিকুল ইসলাম বান্দরবান, ২০। জাহাঙ্গীর আলম নাটর, ২১। ইলিয়াস হোসেন ফরিদপুর, ২২। মতিউর রহমান চট্টগ্রাম, ২৩। মুকাদ্দেম সিলেট, ২৪। জসীমউদ্দীন গোপালগঞ্জ, ২৫। ইউসুফ হাওলাদার পটুয়াখালী, ২৬। মাকসুদুর রহমান লক্ষ্মীপুর, ২৭।  এস এম বাসার পিরোজপুর, ২৮। মইনুল হক খাগড়াছড়ি, ২৯। নাসির উদ্দিন ফেনী, ৩০। আব্দুল খালেক দিনাজপুর, ৩১। হাফেজ রেজাউল করিম টাঙ্গাইল, ৩২। মামুনুল হক, ৩৩। রায়হান সিলেট, ৩৪। কাজী আনসারুল ইসলাম লালমনিরহাট, ৩৫। হাবিবুর রহমান ঠাকুরগাঁও, ৩৬। মোঃ আমজাদ হোসেন মানিকগঞ্জ, ৩৭। আনিসুর রহমান চাঁদপুর, ৩৮। মুদ্দাসসির আলী বাগেরহাট, ৩৯। সিদ্দিকুর রহমান কক্সবাজার, ৪০। মেহেদী হাসান কুমিল্লা, ৪১। হাসান উদ্দিন খুলনা, ৪২। রাশেদুজ্জামান খুলনা,  ৪৩। রেশমা খাতুন যশোর, ৪৪। আদম আলী নাটোর, ৪৫।ইসমাইল হোসেন খুলনা, ৪৬। আমিনুল ইসলাম বি-বাড়িয়া, ৪৭। আব্দুল হান্নান পটুয়াখালী, ৪৮। আব্দুল্লাহ আল মামুন ব্রাহ্মণবাড়িয়া, ৪৯। আবুল কালাম আজাদ সিরাজগঞ্জ, ৫০। আমানত খান খাগড়াছড়ি, ৫১। শাহজাহান কবির নেত্রকোনা, ৫২। খয়রুল কবির নেত্রকোনা, ৫৩। আবু সাঈদ মুহাম্মদ ইউসুফ সিদ্দিকী ঢাকা, ৫৪। সলিমুল্লাহ কুমিল্লা, ৫৫। আনোয়ার হোসেন জামালপুর, ৫৬। জাকির হোসাইন চট্টগ্রাম।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page