রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫, ০৯:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
নোয়াখালীর বেগমগঞ্জে নরোত্তমপুর ইউনিয়ন যুব সংগঠনের উদ্যোগে শীতার্তদের মাঝে শীত বস্ত্র বিতরণ। জিগীষা মানবিক পার্টির আনুষ্ঠানিক যাত্রা শুরু গ্রাহকদের টাকা পরিশোধ করে আবারো ঘুরে দাড়াতে চায় – ই’কমার্স প্রতিষ্ঠান ই-অরেঞ্জ ঢাকা- ৪ আসনকে আবর্জনা, সন্ত্রাস, চাঁদাবাজ ও মাদকমুক্ত করব বিএনপি নেতা সাইফুল ইসলাম আওয়ামী লীগের সাবেক এমপি হাবিব হাসানের একান্ত সহচর ইসহাক এখন বিএনপি নেতা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে টেন্ডার ড্রপিং নিয়ে অনিয়ম অভিযোগ উঠেছে পুনরায় টেন্ডার ড্রপিং এর আহ্বানের দাবি ভুক্তভোগী ঠিকাদার প্রতিষ্ঠানসমূহের। শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে সকালে পুষ্পস্তবক অর্পণ গণঅধিকার পরিষদের শিক্ষার বৈষম্য নিরসনে শতভাগ উৎসব ভাতা প্রদান,  সরকারি নিয়মে বাড়ি ভাড়া, সর্বজনীন বদলি বাধ্যতামূলক  করার দাবি  অধ্যক্ষ- উপাধ্যক্ষ ফোরাম বাংলাদেশের। শিক্ষায় সকল স্তরে ইসলাম শিক্ষা বাধ্যতামূলক ও শিক্ষায় সকল বৈষম্য নিরসন করতে জোর দাবি জানিয়েছে ইসলামি শিক্ষা উন্নয়ন বাংলাদেশ। নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য কমানো এবং ব্যবসায়ী সিন্ডিকেট বন্ধ করার দাবিতে বাংলাদেশ গণমুক্তি পার্টির বিক্ষোভ

ঢাকা থ সিএনজি অটোরিক্সা ঢাকা মহানগরে চলাচলের দাবিতে এক সাধারণ কর্মীসভা অনুষ্ঠিত হয়।

রিপোর্ট: এস আই সাগর চৌধুরী-ভোলা।

ছাত্র জনতা এবং অন্তর্বর্তীকালীন সরকারের কাছে বিনীত আবেদন ঢাকা জেলা সিএনজি অটোরিক্সা মালিক/শ্রমিক কল্যাণ সোসাইটির। অবৈধ ভোটার বিহীন স্বৈরাচার হাসিনা সরকার এবং যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের আমাদের উপরে অন্যায় ভাবে অবৈধ আইন চাপিয়ে দিয়ে আমরাদের যে ক্ষতি করেছে তা থেকে আমরা এখন ছাত্র জনতা এবং অন্তর্বর্তীকালীন সরকারের কাছে মুক্তি চাই।

  •  ০৭ই সেপ্টেম্বর ২০২৪ রোজ শনিবার রাজধানীর কাফরুল থানাস্থ এলাকায় এ সাধারণ কর্মী সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় বক্তারা বলেন  ঢাকা মহানগর অবস্থিত ঢাকা-থ সিএনজি ঢাকা জেলা এরিয়ায় এবং মহানগরে চলবে এটাই স্বাভাবিক। আমাদের দাবি একটাই, ঢাকা থ সিএনজি সমূহ ঢাকা জেলায় এরিয়ার চলতে দিতে হবে। ঢাকা জেলার মাঝখানে মহানগর অবস্থিত তাই এটা আমাদের যৌক্তিক দাবি। একই জেলায় দুই ধরনের গাড়ি কোথাও নেই। বাংলাদেশে আটটি সিটি কর্পোরেশন শুধুমাত্র ঢাকা এবং চট্টগ্রাম এই দুই জায়গায় বৈষম্য আইন অবৈধ হাসিনা সরকার তৈরি করেছেন। এখানে ঢাকা মেট্রো থ গাড়ির মালিক সমিতি তারা অবৈধ স্বৈরাচার আয়না ঘর তৈরি কারী হাসিনা সরকারের সাথে লিয়াজো করে এই আইন তৈরি করে। ওদের মনগড়া আইন আমরা মানি না। ঢাকা থ সিএনজি সমূহ ঢাকা জেলায় চলাচল করার কারণে জেলা এরিয়ার যেসব সাধারণ যাত্রী সহজেই রোগী নিয়ে ঢাকার মধ্যে যে কোন হাসপাতালে আসতে পারে, এটা একটা মিনি এ্যাম্বোলেন্স, আমরা কম ভাড়াই সাধারণ যাত্রীদের সেবা দিয়ে থাকি। কারণ আমরা নিজের গাড়ি নিজেরাই চালাই। ঢাকা মহানগরীতে প্রায় দুই কোটি মানুষের বসবাস। সেখানে ঢাকা মেট্রো সিএনজি গাড়ি মাত্র ১৫০০০ হাজার যা ঢাকা মহানগরী মানুষের জন্য অত্যন্ত কম।

 

  • (গ) ঢাকা মহানগরীতে প্রায় দুই কোটি মানুষের বসবাস সেখানে ঢাকা মেট্রো সিএনজি গাড়ি মাত্র ১৫০০০ হাজার যা ঢাকা মহানগরী মানুষের জন্য অত্যন্ত ভোগান্তীয় ২০০১ সালে ৩৬ হাজার বেবি ট্যাক্সি উচ্ছেদ করে প্রথমে ১৩৫০০ সিএনজি অটো রিক্সা তৎকালীন বিএনপি সরকার প্রদান করেন, পরবর্তীতে আরও গাড়ি বাড়ানোর কথা ছিল কিন্তু মেট্রো মালিক সমিতির সিন্ডিকেটের কারণে সেটা বন্ধ হয়ে গেছে। (ঘ) ঢাকা মেট্রো থ এবং ঢাকা থ সিএনজি অটো রিক্সা আয়কর ফিটনেস টেস্ট টোকেন রোড পারমিট এর সমপরিমান টাকা সরকারকে প্রদান করা হয়। ঢাকা জেলার ১৬ টি ইউনিয়ন ২০১৭ সালে কেটে ২৬ টি ওয়ার্ডে পরিণত করে, এতে করে আমাদের জেলা এরিয়াটা আরো ছোট হয়ে যায় তার ভিতরে আছে হাইওয়ে রোড। এতে আমরা খুপরি ঘরে পরিণত হয়ে গেছি। আমার জেলা থেকে আমি আমার জেলায় যাইতে পারিনা মাঝখানে ঢাকা মহানগর মূল বাঁধা। (ঙ) কিছু অসাধু মেট্রো মালিক সমিতির দালাল, যারা তাদের নামে বেনামে এক এক জনের ৩০০- ৪০০ গাড়ির মালিক তারা আমাদের এই গাড়ি ঢাকা থেকে উচ্ছেদের পাঁয়তারা করছে, যাতে তারা শ্রমিকদের উপরে এবং সাধারণ যাত্রীদের উপরে জুলুম নির্যাতন চালাতে পারে, সরকারি নির্ধারিত নয়শ টাকা জমা হলেও তারা নিচ্ছে বারোশো থেকে দুই হাজার টাকা পর্যন্ত, তারা সিন্ডিকেট করে আমাদের ও সাধারণ যাত্রীদের জিম্মি করে রেখেছে আপনাদের সহযোগিতায় সেখান থেকে আমরা মুক্তি চাই।

সভায় ঢাকা থ সিএনজি অটোরিক্সা, ঢাকা মহানগরে চলাচলের দাবিতে সাধারণ কর্মীসভার আয়োজন করেন ঢাকা জেলা সিএনজি অটোরিক্সা মালিক/শ্রমিক কল্যাণ সোসাইটি। কাফরুল থানা ও রুপনগর থানার নবগঠিত কমিটির সাধারণ সভায়, প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন ঢাকা জেলা সিএনজি অটোরিক্সা মালিক/শ্রমিক কল্যাণ সোসাইটি কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা মজনু তালুকদার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির সভাপতি জুয়েল মালতিয়া। উক্ত সভায়, সভাপতি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক আলমগীর হোসেন।

কাফরুল থানা ও রুপনগর থানার নবগঠিত কমিটির নাম প্রকাশ ও শপথ পাঠ করান ঢাকা জেলা সিএনজি অটোরিক্সা মালিক/শ্রমিক কল্যাণ সোসাইটির কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা মজনু তালুকদার। নবগঠিত কাফরুল থানার কমিটির সভাপতি আব্দুল কুদ্দুস। সিনিয়র সহ-সভাপতি আব্দুল বারেক। সাধারণ সম্পাদক আলমগীর। যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ সিদ্দিক প্রচার সম্পাদক বিজয় হাসান রাব্বি। সহ প্রচার সম্পাদক মোঃ সুজন। কোষাধক্ষ্য মোঃ সামাদ। দপ্তর সম্পাদক মোঃ ইব্রাহিম। ধর্ম বিষয়ক সম্পাদ নওশের। কার্যকারী সদস্য মোঃ রবিউল। রুপনগর থানার সভাপতি আক্তারুজ্জামান। সাধারণ সম্পাদক মাসুদ রানা। প্রচার সম্পাদক কামরুল। কোষাধক্ষ্য রিয়াজ সহ সংগঠনের মো: সিদ্দিক। আব্দুর রাজ্জাক। মোঃ মজনু। মোঃ একরাম। মো:হাশেম, নির্বাচিত হন।

শপথ পাটের পূর্বে বক্তব্য রাখেন ঢাকা জেলা সিএনজি অটোরিক্সা মালিক/শ্রমিক কল্যাণ সোসাইটির কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক মোহাম্মদ নয়ন মিয়া। কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ মাহফুজুর রহমান। কেন্দ্রীয় কমিটি কোষাধ্যক্ষ মোহাম্মদ জাফর। সহ-সাধারণ সম্পাদক মোহাম্মদ জামাল শেখ। কেন্দ্রীয় কমিটি সহ-সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ জয়নাল আবেদীন। কেন্দ্র কমিটির যোগাযোগ বিষয়ক সম্পাদক মোঃ খোকন। সাংস্কৃতিক ও ক্রিয়া সম্পাদক মোঃ হাশেম। কেন্দ্রীয় কমিটির সহধর্ম বিষয়ক সম্পাদক মোঃ ফয়সাল আহমেদ রুবেল।

  • এ সময় বক্তারা বলেন আসুন সকলে মিলেমিশে একসাথে চলি, ঢাকা থ সিএনজি অটোরিক্সা চালকরা অন্য কেউ নয়, তারা এদেশেরই সন্তান এবং তারা যেহেতু এ কর্ম শিখেছে, সেহেতু তারা এই কর্ম-ই করবে, সেক্ষেত্রে ঢাকা থ সিএনজি অটোরিক্সা চালকরা ঢাকা জেলার সকল রোডে চলাচল করবে কেউ আমাদের বিরুদ্ধে আঙ্গুল তুললে তার সদ উত্তর দিতে আমরা প্রস্তুত।

উক্ত সভায় উপস্থিত ছিলেন, মুগদা থানার সভাপতি মোঃ মোজাম্মেল হোসেন। সবুজবাগ থানার সভাপতি মোঃ হাসান মির্ধা। আড়াইহাজার থানার ক্রীড়া সম্পাদক মোহাম্মদ হাশেম মিয়া সহ অন্যান্য ব্যক্তিবর্গরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page