ডেস্ক রিপোর্ট মাতৃভাষা টিভি। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৫ তম জন্মবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ জনতা সাংস্কৃতিক পরিষদের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।গতকাল মঙ্গলবার বিকাল ৫ ঘটিকায় ৭৮/এ পুরানা পল্টন লাইন বিজয়নগরে জাতীয় কবি নজরুল ইসলামের ১২৫ তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও কবিতা পাঠ অনুষ্ঠিত হয়।এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ৬৯ এর গণআন্দোলনের নেতা, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও জাতীয় স্বাধীনতা পার্টির চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন খান মজলিস।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয় স্বাধীনতা পার্টির ১ম যুগ্ম মহাসচিব ও বাংলাদেশ জনতা সাংস্কৃতিক পরিষদের সভাপতি শেখ বাদশাউদ্দিন মিন্টু।প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ সংযুক্ত শ্রমিক ফেডারেশনের সভাপতি জননেতা মোসাদেক হোসেন স্বপন,উদ্বোধক জাগো বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সভাপতি বাহারানে সুলতান বাহার। বক্তব্য রাখেন বাংলাদেশ জনতা ফন্টের চেয়ারম্যান আবু আল আহাদ দীপু মীর, ন্যাপ ভাসানীর সভাপতি স্বপন সাহা, বাংলাদেশ সংযুক্তি শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক মোঃ মোকাসেদ্দোল রহমান, জাতীয় স্বাধীনতা পার্টির মহাসচিব এডভোকেট খালেক সরকার, জনতা সাংস্কৃতিক পরিষদের সাধারণ সম্পাদক কবি আছিয়া আক্তার, জনতা সংস্কৃতি পরিষদের প্রচার সম্পাদক মোহাম্মদ আলমগীর হোসেন, নারী নেত্রী কবি এলিজা রহমান, বরিশাল বিভাগ সমিতির সদস্য নকিব হক কবি মির্জা সেলি, সংগঠনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ।